পরিচয় মিলেছে গুলিতে নিহত সেই তরুণীর

2 months ago 33
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গুলিবিদ্ধ হয়ে নিহত তরুণীর পরিচয় মিলেছে। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ওই তরুণীর নাম সাহেদা আক্তার (২২)। তিনি ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি কোতোয়ালি থানার বরিবয়ান এলাকার আবদুল মোতালেবের মেয়ে। ঢাকার ওয়ারী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। এর আগে শনিবার সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়ক থেকে তরুণীর লাশ উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ। লাশ উদ্ধারের সময় পাশে কয়েকটি গুলির খোসা পড়ে ছিল। স্থানীয়রা জানান, ভোরে নিহত সাহেদাকে এক যুবকের সঙ্গে মহাসড়কের সার্ভিস লেনে হাঁটতে দেখেছেন পথচারীরা। কিছুক্ষণ পর তার লাশ সড়কে পড়ে থাকতে দেখেন কয়েকজন। তার পিঠে একাধিক গুলির চিহ্ন ছিল। লাশের পাশে কয়েকটি গুলির খোসা পড়ে ছিল। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে পিবিআই, ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ সকালেই ঘটনাস্থলে যায়। বিকেলে ওই তরুণীর নাম-পরিচয় শনাক্ত করে। আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ শুরু হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান নিহত তরুণীর মায়ের বরাত দিয়ে বলেন, রাজধানীতে একটি ডে-কেয়ারে কাজ করতেন সাহেদা। শুক্রবার রাত ৮টায় তিনি ওয়ারীর বাড়ি থেকে বের হন। এরপর তার মুঠোফোন বন্ধ ছিল। আজ দুপুরে তার মা জানতে পারেন মেয়ে গুলিতে মারা গেছেন। তবে কার সঙ্গে, কেন শাহেদা শ্রীনগরের দোগাছি এলাকায় এসেছিলেন, সেটি তারা জানেন না। পুলিশ বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্ত করে দেখছে।
Read Entire Article