পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার

2 days ago 11
চুয়াডাঙ্গার জীবননগরে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ মার্চ) বেলা ১১ টার দিকে পৌর এলাকার নারানপুর মোড় মডেল মসজিদের পাস থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মসজিদের পেছন থেকে নীল রঙের একটি প্লাস্টিকের পলিথিন দিয়ে মোড়ানো পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগজিনসহ একটি ৭ দশমিক ৬২ পিস্তল উদ্ধার করা হয়। যার গায়ে লেখা ছিল মেড ইন ইউএসএ। এর বাট ট্রেগার পিন ও স্প্রিং খোলা খোলা অবস্থায় ছিল। জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Read Entire Article