পরিত্যক্ত কৃষি দপ্তরের ৬ বিএস কোয়ার্টার, দখলে মাদকসেবীরা

4 hours ago 6

দিনাজপুরের ফুলবাড়ীতে কৃষি দপ্তরের ৬টি বিএস কোয়ার্টারের সংস্কার হয় না বহু বছর। তাই সেগুলো বসবাসে অনুপযুক্ত হয়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ব্লক সুপারভাইজার (বিএস) পদটি এখন আর নেই। বিএস পদটি এখন উপসহকারী কৃষি কর্মকর্তা। বিএস কোয়ার্টারগুলোর মধ্যে শুধু পৌরসভার বিএস কোয়ার্টারে পরিবার নিয়ে বাস করছেন দুজন উপসহকারী কৃষি কর্মকর্তা।

জানা গেছে, কৃষি দপ্তরের উদ্যোগে ১৯৬৫ সালে উপজেলার পৌরসভাসহ ৭ ইউনিয়নের মধ্যে ৬টিতে বীজাগার নির্মাণ করা হয়। দেশ স্বাধীনের পর আশির দশকে কৃষি ক্ষেত্রে সার্বিক উন্নয়ন ও উৎপাদনের লক্ষ্যে  বীজাগারগুলো সংস্কার করে তৎকালীন ব্লক সুপারভাইজার বতর্মানে উপসহকারী কৃষি কর্মকর্তাদের বসবাসের জন্য বিএস কোয়ার্টার নির্মাণ করা হয়। উদ্দেশ্য ছিল ব্লক সুপারভাইজাররা নিজ নিজ ইউনিয়নে থেকে  কৃষির উন্নয়নে কৃষকদের  পরামর্শ দেবেন। 

সেই উদ্দেশ্য সফল করতে বেশ কয়েকজন ব্লক সুপারভাইজার ইউনিয়ন পর্যায়ের কোয়ার্টারগুলোয় বসবাস করতেও শুরু করেন। কিন্তু তারা চোর-ডাকাতের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে কোয়ার্টার ছাড়তে বাধ্য হন। ফলে ক্রমান্বয়ে ওসব কোয়ার্টারগুলো পরিত্যক্ত হয়ে পড়ে। আর সেগুলো এখন রয়েছে মাদকাসক্তদের দখলে। 

পৌর বিএস কোয়ার্টারে এখন থাকেন উপসহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন। তিনি জানান, উপজেলার ৬টি বিএস কোয়ার্টারের কোনোটিই বাসযোগ্য নয়। অন্যগুলোয় কেউ থাকে না। শুধু পৌর বিএস কোয়ার্টারে জীবনের ঝুঁকি নিয়ে তারা দুই সহকর্মী বসবাস করছেন। প্রতিনিয়ত কোয়ার্টারের ছাদ ও দেওয়ালের পলেসতরা খসে পড়ছে। সামান্য বৃষ্টিতে ছাদ চুয়ে পড়া পানিতে সয়লাব হয় ঘরবাড়ি। মেঝেতে চিড় ধরাসহ দেবে গেছে। রাত কাটে আতঙ্ক নিয়ে, কখন যেন পলেসতরা খসে শরীরে পড়ে। 

উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলেন, বিএস কোয়ার্টারগুলো দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় দরজা, জানালা—এমন কি ইট পাথরও চুরি হয়ে গেছে। বাউন্ডারি ওয়ালসহ ঘরের দেওয়াল ভেঙে ইট খুলে নিয়ে গেছে চোরেরা। সংশ্লিষ্ট ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা সেখানে বসবাস না করলেও পৌরশহর এলাকায় থেকে নিজ এলাকায় দায়িত্ব পালন করছেন। 

Read Entire Article