পরিত্যক্ত ম্যাচের টিকিটমূল্য ফেরত দেবে বেঙ্গালুরু

5 months ago 68

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ঘোষণা করেছে, গতকাল শনিবার কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর বিপক্ষে পরিত্যক্ত ম্যাচের টিকিটধারীদের পুরো টাকা ফেরত দেওয়া হবে। লাগাতার বৃষ্টির কারণে শনিবারের ম্যাচটি বাতিল হয়েছিল।

আরসিবি এক বিবৃতিতে বলেছে, ১৭ মে'র ম্যাচটি খারাপ আবহাওয়ার কারণে পরিত্যক্ত হওয়ায় সকল বৈধ টিকিটধারী পুরো টাকা ফেরত পাবেন।

ডিজিটাল টিকিটধারীরা ১০ কার্যদিবসের মধ্যে টিকিট কেনার সময় ব্যবহৃত মূল অ্যাকাউন্টে টাকা ফেরত পাবেন। যারা সরাসরি টিকিট কিনেছেন তারা টিকিট কেনার স্থানে নির্ধারিত অফিসিয়াল সোর্সে জমা দিলেই মূল্য ফেরত পাবেন।

বর্তমানে আরসিবি ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। বাকি দুই ম্যাচের যেকোনো একটিতে জিতলেই তারা প্লে-অফ নিশ্চিত করবে। তাদের পরে রয়েছে গুজরাট টাইটান্স (১৬ পয়েন্ট)।



As the game between RCB and KKR on 17th May 2025 was abandoned due to inclement weather, all valid ticket holders are eligible for a full refund.

Digital ticket holders will… pic.twitter.com/Wfpub1p5h3

— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 18, 2025

আরসিবির শেষ দুই ম্যাচের একটি ২৩ মে ছিটকে যাওয়া সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে, এরপর ২৭ মে অ্যাওয়ে ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলবে তারা।

অন্যদিকে শনিবার ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে আইপিএল থেকে ছিটকে গেছে কলকাতা। শুরু থেকেই খারাপ পারফরম্যান্স করছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

১৩ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। শেষ ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ১৩—যা প্লে-অফে পৌঁছানোর জন্য যথেষ্ট নয়।

এমএইচ/জেআইএম

Read Entire Article