এই ধূলির ধরায় পরিবর্তন-বিবর্তন এক স্বাভাবিক ও সহজাত প্রক্রিয়া। পরিবর্তন ছাড়া মানবজাতির উন্নয়ন ও অগ্রগতি অসম্ভব। চেইঞ্জ বা পরিবর্তনের কথা বলিলে মানুষের মন চনমন করিয়া উঠে। ইহা একটি চমকপ্রদ রাজনৈতিক স্লোগানও বটে। বিশ্বের বিভিন্ন সরকার 'পরিবর্তন' আনয়নের কথা বলিয়াই ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হইয়াছেন। পরিবর্তনের কথা বলিয়া বিপ্লব-প্রতিবিপ্লবও হইয়াছে। যদিও পরিবর্তনের হাত ধরিয়া যাহারা ক্ষমতায় আসেন, তাহারা... বিস্তারিত