পরিবার জন্য খেলেছেন মার্তিনেজ, খুশি এমিলিয়ানো-রোমেরো

3 months ago 46

কোপা আমেরিকায় কঠিন এক ম্যাচই কাটিয়েছে আর্জেন্টিনা। মুহুর্মুহু আক্রমণেও ভাঙতে পারছিলেন না চিলির রক্ষণ দেওয়াল। একদম শেষ মুহূর্তে গিয়ে অপেক্ষার অবসান ঘটে দলটির। ৮৮ মিনিটে দলের জন্য ত্রাতা হন লওতারো মার্টিনেজ।

মেসির কর্নার কিক থেকে ভেসে আসা বল ক্লিয়ার হলেও বাঁ-পাশে ফাঁকায় দাঁড়ানো মার্টিনেজের কাছে চলে আসে। এরপর জোরালো এক শটে গোল করেন তিনি।

গত কয়েক মাস ধরে জাতীয় দলে কঠিন সময় কাটিয়েছেন মার্টিনেজ। এবার টানা দুই ম্যাচে গোলের দেখা পেলেন তিনি। তার জন্য বাড়তি ভালো লাগা হচ্ছে- চিলির বিপক্ষে এই ম্যাচে মাঠে উপস্থিত ছিল তার পরিবার।

ম্যাচের পর মার্টিনেজ বলেন, ‘আমি ওখানে ছিলাম আর গোলও করতে পেরেছি। এই ম্যাচগুলো এমনই। কিন্তু আমরা জিততে পেরেছি। আমরা খুব খুশি কারণ শেষ পর্যন্ত তিন পয়েন্ট পেয়েছি, যেটা আমরা চেয়েছিলাম। আমার পরিবার এখানে ছিল আর আমি তাদের জন্য খেলেছি।’

টানা দুই জয়ে এখন কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে আর্জেন্টিনা। কানাডার পর চিলির বিপক্ষেও কোনো গোল হজম করেননি তারা। এতে খুশি ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

Emiliano martinez

গোলরক্ষক মার্টিনেজ বলেন, ‘চিলি তাদের জীবন দিয়ে খেলেছে। আমাদের জয় পেতেই হতো। জানতাম এটা কঠিন হবে। ক্লদিও (ব্রাভো) দারুণ একটা ম্যাচ খেলেছে; কিন্তু জয়টা আমাদের প্রাপ্য ছিল। আমার সবসময় এক দুইটা সেভ দিতে হয়, সৌভাগ্যবশত সেটি করতে পেরেছি।’

রোমেরো বলেন, ‘ম্যাচটা কঠিন ছিল। কোপা আমেরিকায় মনে হচ্ছে সব দলই আমাদের সঙ্গে একই রকমভাবে খেলবে। আমরা খুশি কারণ ভালো একটা ম্যাচ হয়েছে। আমরা দেখিয়েছি যে ভালো করছি। আমাদের এখনও কিছু একটা অর্জনের ক্ষুদা আছে, এটাও দেখাতে পেরেছি।’

আইএইচএস/

Read Entire Article