বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ক্যারিয়ারের সেরা সময়ে রয়েছেন তিনি। উপহার দিচ্ছেন একের পর এক দর্শকপ্রিয় সিনেমা। কিন্তু এর মাঝেই ঘোষণা দিলেন অভিনয় থেকে অবসরের, যা চমকে দিয়েছে সবাইকে। খবর: ইন্ডিয়া টুডে
সোমবার (২ ডিসেম্বর) সকালে বিক্রান্ত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বার্তার মাধ্যমে এ ঘোষণা দেন। অবসর গ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘বিগত কিছু বছর দুর্দান্ত সময় কেটেছে। আপনাদের এত এত সমর্থনের জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। কিন্তু আমি জীবনে এগোতে গিয়ে বুঝেছি এবার নতুন করে শুরু করার পালা এসেছে এবং বাড়ি ফেরারও। স্বামী হিসেবে, বাবা হিসেবে, ছেলে হিসেবে এবং অবশ্যই একজন অভিনেতা হিসেবে। তাই আগামী ২০২৫ সালে আমাদের একে অন্যের সঙ্গে শেষবার দেখা হবে। শেষ দুটি সিনেমা এবং বহু বছরের স্মৃতি নিয়ে আপনাদের থেকে বিদায় নেব। আবারও ধন্যবাদ, সবকিছুর জন্য। চিরকাল কৃতজ্ঞ।’
বিক্রান্তে সবশেষ অভিনয় করতে দেখা গেছে ‘দ্যা সবরমতী’ সিনেমায়। বক্স অফিসে এটি ভালোই ব্যবসা করছে। এ ছাড়া তার অভিনীত ‘টুয়েলভথ ফেইল’ সিনেমাটি অনন্য উচ্চতায় নিয়ে যায় এই অভিনেতাকে।