পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি

18 hours ago 3
গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের সাবেক এক নেতা ও তার ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় টাকা ও স্বর্ণালংকারের পাশাপাশি মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মো. জয়নাল আবেদীন ও তার ভাই আব্দুল হালিমের বাড়ি এ ঘটনা ঘটে।  জয়নাল আবেদীন গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে কর্মী হিসেবে আছেন।‌ এ ছাড়া তার ভাই আব্দুল হালিম একটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ভুক্তভোগী পরিবার জানায়, মুখ বেঁধে একদল দুর্বৃত্ত ভোররাত পৌনে ৪টার দিকে দরজায় কড়া নাড়ে। শব্দ শুনে জয়নাল আবেদীন ও তার স্ত্রী ভয় পেয়ে যান। মুহূর্তেই দরজায় বিকট শব্দে ধাক্কা দিতে থাকলে তারা দুজন বিকল্প পথে ঘর থেকে বের হয়ে নিরাপদ জায়গায় চলে যান। একই সময় পাশের আব্দুল হালিমের বাড়িতেও দুর্বৃত্তরা হানা দেয়। সেখানেও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সবাইকে হাত-পা ও চোখ বেঁধে মেঝেতে ফেলে রেখে লুটপাট চালায়। আব্দুল হালিম জানান, তার ঘর থেকে প্রায় ১৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্ত দলের সবার মুখ ঢাকা থাকায় তাদের কাউকে তিনি চিনতে পারেননি।‌ ঘরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে লুটতরাজ চালানো হয়েছে। তবে কাউকে মারধর করা হয়নি।  হালিমের ভাই জয়নাল আবেদীন জানান, তার ঘর থেকে অন্তত ১০ লাখ টাকার স্বর্ণালংকার ও অন্যান্য জিনিসপত্র লুট হয়েছে। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, পুলিশ পাঠিয়ে প্রাথমিকভাবে জানতে পেরেছি, এ ঘটনার পেছনে রাজনৈতিক কারণ আছে। এটি শুধু ডাকাতির ঘটনা নয়। আমরা অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।
Read Entire Article