পরিবারের সবাইকে বেঁধে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

1 week ago 12
নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা পরিবারের সবাইকে বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অনেক কিছু লুট করে নিয়ে যায়।  পরিবারটির দাবি, ৮-১০ জনের ডাকাত দলটি প্রায় ৮ লাখ টাকার মূল্যের জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর ৩টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের রানীপুকুর গ্রামের আব্দুল হামিদের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। আব্দুল হামিদ ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। এদিকে খবর পেয়ে সকালে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন রেজা ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী আব্দুল হামিদ জানান, মঙ্গলবার ভোর ৩টার দিকে ৮-১০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল মুখোশ পরে বাড়িতে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের মারধর করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সব সদস্যকে বেঁধে ফেলে। এ সময় ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল-ডাল, পোশাকসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। টকা ও স্বর্ণালঙ্কারসহ সব মিলিয়ে প্রায় ৮ লাখ টাকার জিনিসপত্র লুট করেছে ডাকাতরা। ওসি মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Read Entire Article