পরিবেশ শান্ত হলে কারফিউ আর প্রয়োজন নেই: সেনাপ্রধান

1 month ago 19

পরিবেশ শান্ত হলে কারফিউ আর প্রয়োজন নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (৫ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সেনাপ্রধান।

কারফিউ চলমান থাকবে কি না প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি পরিবেশ শান্ত হয়ে যায় কারফিউ আর প্রয়োজন নেই। আমি আদেশ দিয়েছি, সেনাবাহিনী গুলি করবে না, পুলিশ গুলি করবে না। আমার এ বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে এবং আমরা সুন্দর পরিস্থিতির দিকে যাচ্ছি। দয়া করে ভাঙচুর, হত্যা, মারামারি ও সংঘর্ষ থেকে বিরত হোন।

এসময় শিক্ষার্থী ও আন্দোলনরতদের সবাইকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।

দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা কিছু সময় দেন, ইনশাআল্লাহ সবাই মিলে সবকিছু সুন্দরভাবে পরিচালনা করতে সক্ষম হবো। আমি কথা দিচ্ছি, সমস্ত হত্যার বিচার করবো। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখুন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখুন, আমি সমস্ত দায়-দায়িত্ব নিচ্ছি।

তিনি বলেন, ছাত্রদের কাজ হচ্ছে শান্ত হওয়া এবং আমাদের সহযোগিতা করা। আন্দোলনরত যারা আছেন তারা সবাই ঘরে ফিরে যান।

টিটি/এএসএ/এএসএম

Read Entire Article