পরিমাপে তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা
ফরিদপুরে পরিমাপে তেল কম দেওয়ায় বাইপাস ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলায় জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআইয়ের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স- এর পরিচালনায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাইপাস সড়কের অবস্থিত মেসার্স ফরিদপুর বাইপাস ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার পরিমাপে যথাক্রমে ১২০ মি.লি., ৯০ মি.লি. ও ৯০ মি.লি. কম পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ব্রাহ্মনকান্দায় অবস্থিত মেসার্স সাফা ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে উৎপাদিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স বিষয়ক মিথ্যা তথ্য দেওয়ায় বিএসটিআই আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আকতার জানান, ওজনে তেল কম দেওয়ায় একটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। এছাড়াও একটি ড্রিংকিং ওয়াটার কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির সিএম লাইসেন্স বিষয়ক মিথ্যা তথ্য প্রদান
ফরিদপুরে পরিমাপে তেল কম দেওয়ায় বাইপাস ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে সদর উপজেলায় জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বিএসটিআইয়ের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স- এর পরিচালনায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাইপাস সড়কের অবস্থিত মেসার্স ফরিদপুর বাইপাস ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার পরিমাপে যথাক্রমে ১২০ মি.লি., ৯০ মি.লি. ও ৯০ মি.লি. কম পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে বিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও ব্রাহ্মনকান্দায় অবস্থিত মেসার্স সাফা ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে উৎপাদিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স বিষয়ক মিথ্যা তথ্য দেওয়ায় বিএসটিআই আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা আকতার জানান, ওজনে তেল কম দেওয়ায় একটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে। এছাড়াও একটি ড্রিংকিং ওয়াটার কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির সিএম লাইসেন্স বিষয়ক মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইনে জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন্নাহার নাঈম উপস্থিত ছিলেন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান, ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), মো. জুবায়ের আল সিদ্দিকী।
এন কে বি নয়ন/এনএইচআর
What's Your Reaction?