পরী বানাচ্ছেন ‘কাচের বাড়ি’

2 months ago 55

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণি আবারও ব্যক্তিগত জীবনের ব্যতিক্রমী সিদ্ধান্তে নেট দুনিয়ায় আলোচনার জন্ম দিলেন। এবারের ঈদুল আজহায় নিজের প্রিয় নানাবাড়ি পিরোজপুরের প্রত্যন্ত এক গ্রামে ছুটি কাটাতে গিয়ে জানালেন, তিনি সেখানে বানাবেন এক কাচের বাড়ি।

পরীমণি এক আবেগঘন ভিডিওবার্তায় বলেন, 'এখানেই আমার সমস্ত শৈশব! এখানে এলেই আমি ছোটবেলায় ফিরে যাই। কয়েকদিন পর এই পুকুরটা থাকবে না। এখানে একটা কাচের বাড়ি বানাব, ইনশাআল্লাহ।'

পুকুরে সাঁতার কাটতে কাটতে এই ঘোষণা দেওয়ার ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই প্রশংসা করছেন তার শৈশবের স্মৃতি ধরে রাখার এই উদ্যোগকে, কেউ কেউ আবার সমালোচনা করছেন বাস্তবতা বিচারে স্বপ্নের বাস্তবায়ন নিয়ে।

এক সময় ঈদুল আজহায় ঢাকার এফডিসিতে গরু কোরবানি দিয়ে শত শত মানুষের মাঝে মাংস বিতরণ করতেন পরীমণি। তারকার সেই রূপ এখন অনেকটাই বদলে গেছে।

সময়ের সঙ্গে সঙ্গে পরীর জীবনেও এসেছে নানা পরিবর্তন। ভালোবাসা, বিয়ে, বিচ্ছেদ, মাতৃত্ব, এমনকি জেলজীবনের অভিজ্ঞতা। প্রিয় নানার মৃত্যুতে একসময় বিপর্যস্ত হয়ে পড়া এই অভিনেত্রী এখন নিজেকে গড়ে তুলেছেন একজন 'সিঙ্গেল মাদার' হিসেবে। দুই সন্তানকে ঘিরেই তিনি খুঁজে নিচ্ছেন জীবনের নতুন মানে।
এখন সেই জীবনযাত্রায় যোগ হতে যাচ্ছে আরেকটি অধ্যায়, পুকুরের ওপর স্বপ্নের কাচের বাড়ি।

Read Entire Article