পরীক্ষা দিতে কম্পাসে গিয়ে ধরা পড়লেন ছাত্রলীগ কর্মী

2 weeks ago 15

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ইফতেখার মুনতাসির অধীরকে (২০) মারধর করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে পরীক্ষা দিতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে এলে এ ঘটনা ঘটে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার অধীর ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্ট চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী। তিনি ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের গিল্লাবাড়িয়া আড়িধন ভূঁইয়া বাড়ির মৃত ইয়াসিনের ছেলে।

জানা গেছে, ইফতেখার মুনতাসির অধীর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার সময় তার উপস্থিতির একটি সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষা দিতে এলে শিক্ষার্থীরা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। এসময় তিনি ৪ আগস্ট মহিপালে হামলার ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।

ফেনী মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) মোতাহার হোসেন বলেন, আন্দোলনে ওয়াকিল আহমেদ শিহাব হত্যাকাণ্ডের ঘটনায় ফেনী মডেল থানায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

আবদুল্লাহ আল-মামুন/জেডএইচ/এএসএম

Read Entire Article