সিলেটে গোয়াইনঘাটে পরীক্ষা দিয়ে বাড়ি পথে মোটরসাইকেল-পিকআপ ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুই কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে গোয়াইনঘাট উপজেলার সিলেট-গোয়াইনঘাট সড়কের সতি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে রিফাত আহমেদ কিবরিয়া ও একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আবু সুফিয়ান। দুজনেই গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন।
গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে রিফাত ও সুফিয়ান গোয়াইনঘাট সরকারি কলেজে পরীক্ষা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে লেঙ্গুরা ইউনিয়নের সতি গ্রামে পৌঁছালে মোটরসাইকেল-পিকআপ ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় দুজনকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত আবু সুফিয়ানকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সেখানে মারা যান তিনি।
ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। প্রথমে মোটরসাইকেলকে পিকআপভ্যান ধাক্কা দিলে দুই শিক্ষার্থী সড়কে পড়ে যান। এ সময় অটোরিকশাটি তাদের ওপর দিয়ে উঠে যায়।
তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।