পরোয়ানা নিয়ে সাজেদুলের বাড়ি যাওয়া এসআই প্রত্যাহার

3 months ago 59

গুমের শিকার বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাড়িতে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যাওয়া সেই পুলিশ উপপরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে। 

শুক্রবার (০৯ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। 

তিনি বলেন, বৃহস্পতিবার (০৮ মে) ডিএমপি তেজগাঁও থানার একটি দল সাব-ইন্সপেক্টর মো. আকরাম হোসেনের নেতৃত্বে মুলতবি ওয়ারেন্ট তামিলের জন্য তেজগাঁওয়ের শাহিনবাগ এলাকায় যান। একপর্যায়ে নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের খোঁজে তার বাসায়ও যান। দলটির সবাই ডিএমপিতে নতুন যোগদান করেছে বিধায় তাদের কেউ জানত না যে, এটা এক যুগের বেশি সময় ধরে নিখোঁজ বিএনপি নেতা মো. সাজেদুল ইসলাম সুমনের বাসা। নিখোঁজ এই বিএনপি নেতার সম্পর্কে তাদের পূর্ব ধারণা না থাকায় উক্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট সাব-ইন্সপেক্টরকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিক দুঃখ প্রকাশ করে বলেছে,পতিত ফ্যাসিবাদী সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার প্রত্যেক ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি ডিএমপি সহমর্মিতা প্রকাশ করছে এবং তাদের নিরাপত্তায় ডিএমপি দৃঢ় প্রতিজ্ঞ।

Read Entire Article