পর্তুগালের কোন উন্নতিই চোখে পড়ছে না মরিনহোর

3 months ago 29

এবারের ইউরো টুর্নামেন্টে অন্যতম বড় হতাশার নাম হলো পর্তুগাল। অন্যান্য অনেকের থেকে অনেক ভালো দল নিয়ে এসেও কোয়ার্টার ফাইনাল থেকে তারা বিদায় নিয়েছে। পুরো টুর্নামেন্টে তাদের পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ। নামের প্রতি সুবিচার করতে পারেননি কোন পর্তুগিজ ফুটবলার।

দলটির সবচেয়ে বড় হতাশার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা এই টুর্নামেন্টে একটিও গোল পাননি। রবার্তো মার্টিনেজের অধীনে বাছাইপর্বে দুর্দান্ত খেললেও ইউরোতে এসে খেই হারায় তারা। এই দলটার তেমন কোন উন্নতি চোখে পড়েনি পর্তুগিজ কোচ স্পেশাল ওয়ান খ্যাত হোসে মরিনহোর।

স্পোর্ট টিভিতে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আপনি পারতেন ভালো করতে; কিন্তু করেননি এমনটা ভাবলেই আপনার হতাশা কাজ করবে। পর্তুগাল দলের সম্ভাবনার জায়গাটা ছিল অনেক। আমি টুর্নামেন্টের শুরুতে বলেছিলাম, পর্তুগাল, ফ্রান্স ও ইংল্যান্ড সেমিতে খেলবে। দুইটা দলই কিন্তু খেলছে।’

টুর্নামেন্টে স্পেনের খেলা সবচেয়ে অবাক করেছে মরিনহোকে। তিনি বলেন, ‘স্পেন আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে। তারা যেভাবে খেলেছে সত্যিই অবাক করার মতো। মাঠের খেলায় তারা প্রায় নতুন একটি দল। তবে এখন যদি বলতে বলা হয়, তাহলে স্পেন টুর্নামেন্টের সেরা খেলা খেলছে।’

পর্তুগালের সমস্যা নিয়ে কথা বলতে গেলে মরিনহো নিজের হতাশাই ব্যক্ত করেন। ‘পর্তুগাল অতটা ভালো ছিল না কোয়ার্টার ফাইনালে পৌঁছালেও। আমরা আরো চাচ্ছিলাম তাদের কাছ থেকে। টুর্নামেন্টের মাঝে আমরা কিছুটা উন্নতির চেষ্টা করেছিলাম; কিন্তু তা সফল হয়নি। প্রায় বলা হয়, এই দলটা শক্তিশালী তবে মাঠের খেলাতেই সেটা প্রকাশ পেতে হবে। আমি দলের ভেতর তেমন কোন উন্নতি দেখিনি। তবে দলটা তরুণ। আগামী বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। আশা করছি তারা ঘুরে দাঁড়াবে।’

আরআর/আইএইচএস/

Read Entire Article