পর্দা নামল ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের

2 hours ago 4

জমকালো আয়োজনে শেষ হয়েছে ১১তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫। রোববার (২৩ ফেব্রুয়ারি) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) আয়োজনে দুই দিনের এই উৎসবের সমাপ্তি ঘটে।

আয়োজকরা জানান, ফেস্টিভ্যালে ২৮ দেশের ১১৭টি সিনেমা জমা পড়ে, যার মধ্যে ফেস্টিভ্যালের জন্য ২৭টি নির্বাচিত হয়। সেগুলো হলো-ওপেন ডোর, শর্ট ফিল্ম, ভার্টিকাল ফিল্ম ও ওয়ান মিনিট। চার ক্যাটাগরিতে ৪টি ফিল্মকে বিজয়ী ঘোষণা করা হয়। 

অনুষ্ঠানের সূচনা পর্বে অধ্যাপক সুমন রহমান উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। এরপর প্রধান অতিথি গিয়াস উদ্দিন সেলিম বিচারকগণ, ইউএনএইচসিআর প্রতিনিধি এবং ডিআইএমএফএফ’২৫-এর ফেস্টিভ্যাল ডিরেক্টর হোসাইন হককে পুরস্কার প্রদান করেন। এছাড়াও, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান।

পুরস্কার বিতরণ শেষে এই বছরের নির্বাচিত ১৩টি চলচ্চিত্র প্রদর্শিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে। সমাপ্তি অনুষ্ঠান শেষে বিচারক তানিম রহমান অংশ চলচ্চিত্রগুলোর বিষয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে, কোনো উন্নত আলোকসজ্জা বা প্রযুক্তিগত সহায়তা ছাড়াই এত চমৎকার চলচ্চিত্র তৈরি করা সত্যিই বিস্ময়কর। তিনি সমাপনী দিনে নির্বাচিত মাত্র একটি বাংলাদেশি চলচ্চিত্র দেখতে পেয়েছেন এবং আশা প্রকাশ করেন যে, আগামী বছর আরও বেশি বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এরপর প্রধান অতিথি গিয়াস উদ্দিন সেলিম মোবাইল ফিল্মমেকিং ও ডিআইএমএফএফ’র গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, এই উৎসবের অংশ হতে পেরে আমি দারুণ আনন্দিত। ডিআইএমএফএফ ১১ বছর ধরে দারুণভাবে এগিয়ে চলেছে এবং এখন এটি একটি সুপরিচিত উৎসব। আমি আশা করি, ভবিষ্যতে এটি আরও জনপ্রিয় হয়ে উঠবে।

ইউএনএইচসিআর’র প্রতিনিধি জুলিয়েট মুরেকিসোনি ডিআইএমএফএফ-এ তার অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘ডিআইএমএফএফ ও ইউএনএইচসিআরের যৌথভাবে আয়োজিত কর্মশালাটি সত্যিই অসাধারণ ছিল। অংশগ্রহণকারীরা খুবই আগ্রহী ছিলেন। সমাপ্তি অনুষ্ঠানটি তাকে হলিউডের কোনো ইভেন্টের মতো মনে হয়েছে।"

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ডিআইএমএফএফ ২০২৫-এর বিজয়ীদের ঘোষণা। এবারের চলচ্চিত্র বিজয়ীরা হল ওপেন ডোর ক্যাটাগরিতে: ইরানের সাঈদ মোলতাজির নির্মিত ‘মেসেজ’, ভার্টিকাল ফিল্ম ক্যাটাগরিতে: যুক্তরাষ্ট্রের এম. সি. জনেটের নির্মিত ‘লিম্বাস’, শর্ট ফিল্ম ক্যাটাগরিতে: যুক্তরাষ্ট্রের আবীর ভাস্করের নির্মিত ‘ওয়ান্ডারিং মাইন্ডস ওয়ে আউট’। এবং ইউ এন এইচ সি আর মোবাইল ফিল্ম মেকিং ওয়ার্কশপ থেকে দ্য স্টেটলেস কে বিজয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ডিআইএমএফএফের উপদেষ্টা সৈয়দা সাদিয়া মেহজাবিন ধন্যবাদ জ্ঞাপন করেন এবং উৎসব সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সব অংশগ্রহণকারী, অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Read Entire Article