পলকের মুখে গামছা বেঁধে দিল পুলিশ, ছবি তুলতেও বাধা
সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মানসম্মান রক্ষায় তার ছবি তুলতে বাধা দেয় যাত্রাবাড়ী থানা পুলিশ।
হত্যা মামলায় যাত্রাবাড়ী থানায় ৭ দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে যাত্রাবাড়ী থানা থেকে আদালতে নেওয়ার সময় চলন্ত গাড়ি থেকে পলকের গামছা দিয়ে বাঁধা মাথা ও মুখমণ্ডলের ছবি তুলতে হাত দিয়ে বাধা দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোজাহিদুল ইসলাম।
এসময় তিনি পলকের ছবি তুলতে বাধা দিয়ে বলেন, ওনার (জুনাইদ আহমেদ পলক) মান সম্মান নষ্ট করবেন না। এ কথা বলে পলকের চেহারা বরাবর হাত দিয়ে রাখেন।
এস আই মোজাহিদুল ইসলাম এর কাছে মামলার কপি ও রিমান্ডে কী তথ্য পেয়েছেন জানতে চাইলে কোনো তথ্য না দিয়ে কোর্ট থেকে নেওয়ার নির্দেশ দেন।
যাত্রাবাড়ী থানার ওসি ফারুক আহমেদ বলেন, পলকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। এর একটি মামলায় আগে থেকেই চার দিনের রিমান্ড মঞ্জুর হয়ে আছে।
পরে আদালত থেকে তাকে ৭ দিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়।
গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। এরপর অন্য মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।