পলায়ন ঠেকাতে পঞ্চগড় সীমান্তজুড়ে রেড অ্যালার্ট

2 months ago 17

পঞ্চগড়ে ভারতীয় সীমান্তজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে বৃদ্ধি করা হয়েছে টহল।

বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের তিন পাশ জুড়েই ২৮৪ কিলোমিটার ভারতীয় সীমান্ত। দীর্ঘ এ সীমান্ত এলাকায় পঞ্চগড় ১৮ বিজিবি, নীলফামারি ৫৬ বিজিবি এবং ঠাকুরগাও ৫০ বিজিবি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে। দেশের চলমান অস্থিরতার মধ্যে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং দেশ থেকে কোনো দুষ্কৃতিকারী অবৈধপথে ভারত যেতে না পারে এজন্য সীমান্তে কড়া নজরদারিসহ রেড অ্যালার্ট জারি করে বিজিবি।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউল হক বলেন, উভয় সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছি।

সফিকুল আলম/আরএইচ/এমএস

Read Entire Article