পলিথিনবিরোধী অভিযানে ৬ লাখ টাকা জরিমানা
নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বন্ধে পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং কমিটি নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছে। গতকাল সকালে বনানী কাঁচাবাজার, বনানী ডিসিসি মার্কেট, চেরি শপিং কমপ্লেক্স এবং স্বপ্ন সুপার শপে মনিটরিং টিমের সদস্যরা সচেতনতামূলক তদারকি কার্যক্রম চালায়। এই মনিটরিং টিম গত এক সপ্তাহে ৬৭টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১৪২টি দোকান/প্রতিষ্ঠানকে ৬ লাখ ১৩ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করে। এ সময় ১২ হাজার ৬৯৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের মনিটরিং টিমের আহ্বায়ক ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ রেজাউল করিম এবং উপসচিব রুবিনা ফেরদৌসীসহ কমিটির অন্য সদস্যরা