পলিথিনের ব্যবহার বন্ধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক ক্যাম্পেইন
পলিথিনের ব্যবহার বন্ধে সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখা। বুধবার সকালে নাটোর স্টেশন চকবৈধ্যনাথ এলাকায় অবস্থিত স্বপ্নকলি স্কুলের শিশুদের নিয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ সময় পলিথিনের ব্যবহার বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সৈকত। তিনি বলেন, ছোট বয়স থেকে আমাদের সচেতন হতে হবে। এখন থেকে আমাদের উচিত হবে বাড়ির শিশুদের পরিবেশ সম্পর্কে জানানো। কেননা পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। পলিথিন ব্যবহারে পরিবেশ কী কী ক্ষতি হয় তা তিনি শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। এছাড়া, এর বিকল্প হিসেবে আমরা কী ব্যবহার