পল্টি রুবেল গ্রেপ্তার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২৫ মামলার পলাতক এবং সাজাপ্রাপ্ত আসামি নাফিউর রহমান ফয়সাল ওরফে পল্টি রুবেলকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ১৪ আগস্ট মধ্য রাতে মতলব পৌরসভার মধ্য কলাদী এলাকা থেকে নাফিউর রুবেলকে যৌথবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করা হয়। সে এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ২৫টি মামলা চলমান রয়েছে এবং একাধিক মামলায় সাজাপ্রাপ্ত।
সে একটি মাদকের মামলায় একবছর ৫ মাসের সাজাপ্রাপ্ত ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডে দণ্ডিত। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। সে কলাদী ঘোষপাড়া এলাকার মৃত খসরু মিয়ার ছেলে।
মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের নির্দেশে যৌথ বাহিনীর অভিযানে ২৫ মামলার পলাতক আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়। তাকে ১৫ আগস্ট চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।