পল্লীকবি জসীম উদ্দীনের ‘কবর’ কবিতার শতবর্ষ উদযাপন করবে চর্যাপদ সাহিত্য একাডেমি ও সামাজিক সংগঠন ইয়ূথ ফোরাম বাংলাদেশ। আগামীকাল ২৩ আগস্ট বিকেল ৪টায় চাঁদপুর রোটারী ভবনে অনুষ্ঠান উদ্বোধন করবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা। প্রধান অতিথি থাকবেন জলছবি সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ।
সম্মানিত অতিথি থাকবেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ। কৃষ্ণচূড়া সাহিত্যিক বলয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুম আহমেদ রানা, বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন, ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মআআ মুক্তাদীর বিশেষ অতিথি থাকবেন। স্বাগত বক্তব্য রাখবেন চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা।
আরও পড়ুন
অনুষ্ঠানকে ঘিরে এরই মধ্যে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে টানানো হয়েছে ব্যানার-ফেস্টুন। জানা যায়, চট্টগ্রাম, রংপুর, বরিশাল ও ঢাকা থেকে লেখকরা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রায় ১৫ জন গুণীব্যক্তিকে প্রদান করা হবে শুভেচ্ছা স্মারক। উপহারসামগ্রী হিসেবে থাকবে ক্যাপ, ব্যাগ, বই, স্মারক ফোল্ডার, কলম ও স্ন্যাকস।
অনুষ্ঠানটি পল্লীকবি জসীম উদ্দীনকে ঘিরে সাজানো হয়েছে। থাকবে শোভাযাত্রা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, গান, বাঁশি ও নৃত্যের আয়োজন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে শিল্পমনা সব শ্রেণি-পেশার ব্যক্তিকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন উদযাপন পরিষদের আহ্বায়ক রোটারিয়ান অ্যাড. আলেয়া বেগম লাকী, সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, প্রধান সমন্বয়কারী মিজানুর রহমান স্বপন এবং অনুষ্ঠান বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক রোটারিয়ান মো. আবু সাঈদ কাউসার, সদস্য সচিব মোহাম্মদ শাহ আলম ও প্রধান সমন্বয়কারী ফেরারী প্রিন্স।
এসইউ/এমএস