পশু কোরবানি দিতে গিয়ে রাজধানীতে আহত অন্তত ৯৪

4 months ago 35

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে গরুর গুতোতে, লাথিতে ও মাংস কাটার সময় ছুরিকাঘাতে এ পর্যন্ত ৯৪ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে আহত অবস্থায় অনেককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেকের জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. আমান জানান, পশু কোরবানি করতে দিতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ঢামেকে আহত অবস্থায় ৯৪ জন এসেছে। আহতদের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পশু কোরবানি দিতে গিয়ে রাজধানীতে আহত অন্তত ৯৪

তাদের মধ্যে ডেমরার সারুলিয়া এলাকা থেকে গরুর গুতোতে গুরুতর আহত মো. বাবুল (৫৫) নামে একজনকে ১০২নম্বর ওয়ার্ডের ভর্তি করা হয়েছে।

পশু কোরবানি দিতে গিয়ে রাজধানীতে আহত অন্তত ৯৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে আহত অবস্থায় ৯৪ জনকে জরুরি বিভাগে নিয়ে আসলে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে ভর্তি করা হয়েছে।

কাজী আল আমিন/এসএনআর/জেআইএম

Read Entire Article