খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চাল শুধুমাত্র মানুষের খাদ্যের জন্য নয়। চাল গরু, ছাগলও খায়। তাদের পালতে গেলে খাওয়াতে হয়। হাঁস-মুরগি খায়, মাছসহ অনেক প্রাণীই খায়। বর্তমানে চালের বহুবিধ ব্যবহার রয়েছে। তাই চালের উৎপাদনের সঙ্গে বাজারে চাহিদা না থাকলে এ জিনিসগুলো আসত না। যারা চাল আনেন, তারা মূলত বাজারে প্রফিটের সুযোগ দেখেই আনছেন।
বুধবার (২০ আগস্ট) সকালে... বিস্তারিত