পশ্চিম তীর থাকবে কি না, সিদ্ধান্ত হতে পারে আজ

2 hours ago 3
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পশ্চিম তীরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে শীর্ষ পর্যায়ের বৈঠক ডেকেছেন। দ্য টাইমস অফ ইসরায়েলকে এক মন্ত্রীর দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় আজ সন্ধ্যা ৬টায় বৈঠকটি হবে। এতে নেতানিয়াহু পশ্চিম তীরের ‘পরিস্থিতি মূল্যায়ন’ করবেন। প্রতিবেদন অনুসারে, নেতানিয়াহু পশ্চিম তীরের কিছু অংশে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এ বিষয়ে কার্যপরিধি অন্বেষণে আলোচনার জন্য শীর্ষ মন্ত্রী এবং সহযোগীদের মতামত শুনবেন। আলোচনা হবে ভবিষ্যত প্রস্তুতি নিয়েও। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও বৈঠকে যোগ দেবেন। পশ্চিম তীরের ৮২ শতাংশ ইসরায়েলের সাথে সংযুক্ত করার জন্য একটি প্রস্তাব তিনি প্রকাশ করেন। এই বছরের শুরুতে নেসেট ৭১-১৩ ভোটে পশ্চিম তীরকে সংযুক্ত করার জন্য একটি অ-বাধ্যতামূলক প্রস্তাব অনুমোদন করেছে। ধারণা করা হচ্ছে, সেটিই কার্যকর করতে যাচ্ছে দখলদার বাহিনী। তবে পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্তিসংক্রান্ত বৈঠকের তথ্যটি অস্বীকার করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময়ে তারা বলেছেন, বিষয়টি আনুষ্ঠানিক এজেন্ডায় নেই। ইসরায়েলের নতুন পরিকল্পনা জানাজানি হওয়ার মধ্যপ্রাচ্যে ক্ষোভ বিরাজ করছে। আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসাইবেহ বলেছেন, পশ্চিম তীর দখল আমিরাতের কাছে রেড লাইন। আব্রাহাম চুক্তি হলো ফিলিস্তিনি জনগণ ও তাদের স্বাধীন রাষ্ট্রের ন্যায্য আকাঙ্ক্ষাকে সমর্থনের একটি উপায়। পশ্চিম তীর দখলে ইসরায়েলের যে কোনো পদক্ষেপ নেওয়ার অর্থ হলো রেড লাইন অতিক্রম করা এবং আব্রাহাম চুক্তির মূল চেতনা ধ্বংস করা।  প্রসঙ্গত, স্মোট্রিচ যে মানচিত্র দেখিয়েছেন তাতে দেখা যায়- পশ্চিম তীরের প্রায় ৮২ শতাংশ এলাকায় ইসরায়েলি সার্বভৌমত্ব বিস্তারের পরিকল্পনা রয়েছে। মাত্র ১৮ শতাংশ এলাকায় সীমাবদ্ধ রাখা হবে ৬টি ফিলিস্তিনি শহর—জেনিন, তুলকারেম, নাবলুস, রামাল্লাহ, জেরিহো ও হেবরন। এতে বেথলেহেমসহ বহু ফিলিস্তিনি এলাকা বাদ পড়ে যাবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, এটি ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের আশা-আকাঙ্ক্ষাকে ধ্বংস করবে।
Read Entire Article