পশ্চিমবঙ্গে দুই গুদামে ভয়াবহ আগুন, নিখোঁজ অনেকে

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার নাজিরাবাদ এলাকায় দুটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করছে পুলিশ। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর হিন্দুস্তান টাইমস।  পুলিশ জানায়, সোমবার ভোর আনুমানিক ৩টার দিকে একটি গুদামে প্রথমে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের আরেকটি গুদামে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার শুভেন্দু কুমার বলেন, এখন পর্যন্ত তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকেই নিখোঁজ থাকতে পারেন—এমন তথ্য পাওয়া গেছে। সংখ্যা যাচাই করা হচ্ছে। পুলিশের আরেক কর্মকর্তা জানান, অন্তত ১৬ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। নিখোঁজদের মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ধ্বংসস্তূপ সরিয়ে আরও তথ্য জানা যাবে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক ব্যক্তি জানান, তার জামাতা গুদামে কাজ করতেন এবং আগুন লাগার সময় ভেতরে আটকে পড়ার কথা ফোনে জানিয়েছিলেন। এরপর আর যোগাযো

পশ্চিমবঙ্গে দুই গুদামে ভয়াবহ আগুন, নিখোঁজ অনেকে

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার নাজিরাবাদ এলাকায় দুটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করছে পুলিশ। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর হিন্দুস্তান টাইমস। 

পুলিশ জানায়, সোমবার ভোর আনুমানিক ৩টার দিকে একটি গুদামে প্রথমে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের আরেকটি গুদামে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার শুভেন্দু কুমার বলেন, এখন পর্যন্ত তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকেই নিখোঁজ থাকতে পারেন—এমন তথ্য পাওয়া গেছে। সংখ্যা যাচাই করা হচ্ছে।

পুলিশের আরেক কর্মকর্তা জানান, অন্তত ১৬ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। নিখোঁজদের মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ধ্বংসস্তূপ সরিয়ে আরও তথ্য জানা যাবে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক ব্যক্তি জানান, তার জামাতা গুদামে কাজ করতেন এবং আগুন লাগার সময় ভেতরে আটকে পড়ার কথা ফোনে জানিয়েছিলেন। এরপর আর যোগাযোগ করা যায়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, আগুন পুরোপুরি নেভানো না গেলে সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব নয়।

এদিকে বিরোধী বিজেপি রাজ্য সরকারকে লক্ষ্য করে সমালোচনা করেছে। দলের নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, ছুটির কারণে প্রশাসনিক তৎপরতা ব্যাহত হয়েছে। দমকল ও পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow