কলকাতাসহ পশ্চিমবঙ্গজুড়ে পাকিস্তানের জাতীয় পতাকা নিয়ে সতর্ক করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। এবার থেকে পাকিস্তানের জাতীয় পতাকার ক্রেতা-বিক্রেতাদের ওপর কড়া নজর চালানো হবে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায়। পহেলগাম হামলা কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছে, তা পাকিস্তানি জাতীয় পতাকার কারণে আরও বৃদ্ধি না পায় তার জন্যই এই আগাম সতর্কতা।
পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্ন সূত্রে জানা গেছে, এই মুহূর্তে দেশের সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। ফলে পাকিস্তানের পতাকা ব্যবহার করে কেউ যাতে কোনো রকম উত্তেজনা সৃষ্টি না করতে পারে, সেদিকে কঠোর নজরদারি চালাতে বলা হয়েছে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন থানাকেও নির্দিষ্ট ভাবে জানানো হয়েছে যে, পতাকা তৈরি বা ছাপার কাজ যারা করেন তারা যাতে লোকাল থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করেন।
কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, যারা পাকিস্তানের পতাকা কিনছেন, তারা কারা, কোথায় থাকেন, ওই পতাকা নিয়েই তারা কী করবেন সেসব তথ্য কলকাতা পুলিশকে দিতে হবে।
গত ২২ এপ্রিল ভারত শাসিত জম্মু-কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ জন নিহত হন। এরপর অপরেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। পাল্টা হামলা চালায় পাকিস্তানও। যদিও এখন উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অপারেশন সিঁদুর এখনো চলছে।
ডিডি/এসএএইচ

5 months ago
62









English (US) ·