পশ্চিমবঙ্গে বাংলাদেশি নারী গ্রেফতার

1 day ago 4

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি থেকে বাংলাদেশি এক নারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) রাতে গ্রেফতারকালে ওই নারীর সঙ্গে দুটি শিশু ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারীর নাম শোভা মল্লিক। বাংলাদেশের বরিশালের বাসিন্দা তিনি। তার বিরুদ্ধে ফোরটিন ফরেনার্স আইনে মামলা করা হয়েছে। কীভাবে ও কেন তিনি ভারতে গেছেন, তা জানার চেষ্টা করছেন নৈহাটি থানা পুলিশ।

জানা গেছে, বুধবার রাতে নৈহাটির অরবিন্দ রোড এলাকায় বড়মা মন্দিরের কাছে একজন মাঝ বয়সী নারী একটি ছেলে ও একটি মেয়েকে নিয়ে বসে ছিলেন। বেশ ঠান্ডা পড়ায় তারা কাঁপছিল। বিষয়টি মন্দির কর্তৃপক্ষের নজরে এলে তারা ওই নারী ও শিশু দুটিকে শীতবস্ত্র দেয়।

পরে মন্দির কর্তৃপক্ষ নৈহাটির বিধায়ক সনৎ দেকে বিষয়টি জানায়। রাতেই বিধায়ক নৈহাটি থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

পুলিশ এসে ওই নারীকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের প্রশ্নের কোনো উত্তর না দেওয়ায় রাতেই নারীকে নৈহাটি থানায় নিয়ে যাওয়া হয়।

নৈহাটির বিধায়ক সনৎ দে বলেন, বুধবার রাতে মন্দির কর্তৃপক্ষ আমাকে খবর দেয় যে, মন্দিরের সামনে একজন নারী দুটো বাচ্চা নিয়ে অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। স্থানীয় বাসিন্দারা যখন তাকে জিজ্ঞেস করে যে তিনি কোথা থেকে এসেছেন, তখন ওই নারী জানান, বাংলাদেশ থেকে। সঙ্গে সঙ্গে বিষয়টি আমি নৈহাটি থানা পুলিশকে জানাই।

তিনি আরও বলেন, নৈহাটি থানার নারী পুলিশ বাংলাদেশ থেকে আসা ওই নারীকে থানায় নিয়ে আসেন। তাকে আদালতে পাঠানো হয়েছে।

ডিডি/এসএএইচ

Read Entire Article