পশ্চিমারা সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করবে: পুতিন

1 month ago 29

পশ্চিমা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার মাটিতে যদি ব্যবহারের অনুমোদন দেওয়া হয় তাহলে তারা রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভা্লাদিমির পুতিন। পশ্চিমাদের এমন পদক্ষেপে সংঘাতের মোড় ঘুরে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি পশ্চিমা মিত্রদের কাছে রাশিয়ার অভ্যন্তরে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শান্তি ফিরিয়ে আনার জন্য এমন পদক্ষেপ প্রয়োজন বলেও জানান তিনি।

এমন পরিস্থিতিতে পুতিন বলেছেন, যারা কিয়েভকে এ ধরনের অস্ত্র দেবে তারাও সরসরি যুদ্ধে জড়িয়ে পড়বে। তাছাড়া এ ধরনের ক্ষেপণাস্ত্র পরিচালিত হবে ন্যাটোর বাহিনী দিয়ে। কারণ ইউক্রেনের সেই সক্ষমতা নেই।

পুতিন বলেন, সুতরাং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ায় হামলা করবে কি করবে না সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো ন্যাটোভুক্ত দেশগুলো সরাসরি যুদ্ধে জড়াবে কি না।

রুশ প্রেসিডেন্ট বলেন, যদি এ দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়, তহলে তা ন্যাটোভুক্ত দেশগুলোর সরসারি যুদ্ধে জড়ানোর থেকে কম নয়। এর মাধ্যমে তারা সরাসরি যুদ্ধে অংশ নেবেন। ফলে এতে সংঘাতের মোড় ঘুরে যাবে বলে জানান তিনি।

সূত্র: রয়টার্স

এমএসএম

 

Read Entire Article