পহেলা বৈশাখ নিয়ে পিনাকীর কড়া বার্তা

1 day ago 5

পহেলা বৈশাখের আয়োজন নিয়ে কড়া বার্তা দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বার্তা দেন।

তিনি প্রশ্ন তুলে লেখেন, এপ্রিলে আসছে পহেলা বৈশাখ। আমরা কীভাবে পালন করব এই পহেলা বৈশাখ? রমনার বটমূলে ছায়ানট কী গানের নির্বাচনে আওয়ামী বয়ান ফেরি করবে? এমনভাবে গান নির্বাচন করবে যাতে মনে হয় আগেই ভালো ছিল এখন আমরা জাহেলিয়াতে প্রবেশ করেছি! মঙ্গল শোভাযাত্রা হবে? কী মোটিফ নেব মিছিলে। নামটা কি মঙ্গল শোভাযাত্রাই থাকবে? মঙ্গল শোভাযাত্রার থিম হিসেবে আওয়ামী বয়ানের কালচারাল এক্সপ্রেশন ইউজ করা হতো। সেটা কি এবারো করা হবে?

পিনাকী লেখেন, আনন্দবাজার কি এবারো রিপোর্ট করবে পহেলা বৈশাখ যেন দুর্গাপূজার অষ্টমীর একডালিয়া?

তিনি আরও লেখেন, যারাই আয়োজন করেন। আমাদের সাথে আলাপ করে নেবেন। মতামত নেবেন। নির্বিঘ্নে পহেলা বৈশাখ পালন করতে চাইলে বিপ্লবের স্টেক হোল্ডারদের সাথে এনগেইজড হয়ে অনুষ্ঠান চূড়ান্ত করুন।

সবশেষে তিনি লেখেন, পহেলা বৈশাখকে ঘিরে আওয়ামী আর ইন্ডিয়ান বয়ান ফেরি করতে দেবো না।

Read Entire Article