প্যারিস সেন্ট জার্মেইর বিপক্ষে গত শনিবার ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে হারের ম্যাচে গুরুতর চোট পান বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার জামাল মুসিয়ালা। প্রতিপক্ষ কিপার জিয়ানলুইজি দোনারুম্মার সঙ্গে সংঘর্ষে তার পা ভেঙে যায়। এজন্য পিএসজির শট স্টপারকে বায়ার্নের কোচ থেকে শুরু করে কর্মকর্তা-খেলোয়াড়কে দুষলেও মুসিয়ালা কাউকে দায়ী করছেন না। বুধবার তিনি বললেন, এরকম পরিস্থিতি ঘটেই থাকে।
২২ বছর বয়সী... বিস্তারিত