পাঁচ সাংগঠনিক জেলায় জাতীয়তাবাদী যুবদলের নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া বগুড়া জেলায় ১০১ সদস্যবিশিষ্ট ও বগুড়া শহর শাখায় ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং ঢাকা মহানগর উত্তরে ৩৬ সদস্যবিশিষ্ট ও মহানগর দক্ষিণে ২৫ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ফেনী জেলায় নাসির উদ্দিন খন্দকারকে আহ্বায়ক ও নঈম উল্লাহ চৌধুরী বরাতকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট, দিনাজপুরে মাসুদুল ইসলাম মাসুদকে আহ্বায়ক ও রেজাউর রহমান রেজাকে সদস্য সচিব করে ৮ সদস্যবিশিষ্ট, খুলনা জেলায় ইবাদুল হক রুবায়েদকে আহ্বায়ক ও নাদিমুজ্জামান জনিকে সদস্য সচিব করে ২ সদস্যবিশিষ্ট, খুলনা মহানগরে আব্দুল আজিজ সুমনকে আহ্বায়ক ও রবিউল ইসলাম রুবেলকে সদস্য সচিব করে ২ সদস্যবিশিষ্ট এবং যশোর জেলায় এম. তমাল আহমেদকে আহ্বায়ক ও আনসারুল হক রানাকে সদস্য সচিব করে যুবদলের ৯ সদস্যবিশিষ্ট এই আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এসব কমিটি অনুমোদন দিয়েছেন। একইসঙ্গে সাংগঠনিক জেলার আংশিক আহ্বায়ক কমিটির শীর্ষ নেতাদের আগামী ৩০ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে যুবদলের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ সৌদিতে পবিত্র ওমরাহ পালন করতে যাওয়ায় জেলা শাখার যুগ্ম সম্পাদক মকসুদুল করিম নোহেলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার রাতে যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।