পঞ্চগড়ে টানা পাঁচদিন মৃদু শৈত্যপ্রবাহের পর বেড়েছে দিন ও রাতের তাপমাত্রা। রোববার (২৯ ডিসেম্বর) সকালেই সূর্যের দেখা মেলায় উঠেছে ঝলমলে রোদ। টানা শৈত্যপ্রবাহের পর স্বস্তি মিলেছে খেটে খাওয়া মানুষের।
রোববার সকাল ৯টায় রাতের গড় তাপমাত্রা (সর্বনিম্ন) বেড়ে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি। গত ২৪ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ রেকর্ডের মাধ্যমে শুরু হয় তৃতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ।
এদিকে শনিবার দিনের তাপমাত্রাও (সর্বোচ্চ) বেড়ে রেকর্ড করা হয় ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন বিকেলের পর থেকে পরদিন সকাল পর্যন্ত হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসের কারণে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এতে সকালে কাজে বের হওয়া দিনমজুর, কৃষি শ্রমিকসহ ভ্যান চালকদের দুর্ভোগ দেখা দেয়। তবে শনিবার বিকেল পর্যন্ত রোদের কারণে কিছুটা স্বস্তি পান এসব খেটে খাওয়া মানুষ।
জেলা শহরের মিঠাপুকুর এলাকার ইজিবাইক চালক রফিজল হক বলেন, দিনে রোদের কারণে বেশ ভালো লাগে। কিন্তু বিকেল হলেই আবার শুরু হয় বাতাস। সকালের দিকেও হালকা কুয়াশা আর বাতাসের জন্য খুব ঠান্ডা লাগে। গাড়ির হ্যান্ডেল ধরে থাকা যায় না।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার রাতের তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি। পঞ্চগড়সহ তেতুঁলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা টানা পাঁচদিন ধরেই ১০ এর নিচে অবস্থান করে। পাঁচ দিন মৃদু শৈত্যপ্রবাহের পর দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে।
সফিকুল আলম/এফএ/জেআইএম