পাঁচবছর পর্যন্ত শিশুদের ফ্রি খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করবো: কাজী দ্বীন মোহাম্মদ

কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে এগারো দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মহানগরীর শুভপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় পাঁচ বছর পর্যন্ত শিশুদের বিনামূল্যে খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই জনসভা অনুষ্ঠিত হয়।শুভপুর বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি মতিউর রহমান মোহনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় সামাজিক সংগঠন, পেশাজীবী এবং দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, এবিপার্টির কুমিল্লা জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসাইন, ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মো. মুজিবুর রহমান এবং গলিয়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম। এছাড়াও ছাত্রশিবির মহানগরীর সভাপতি হাসান আহমেদ, সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, অধ্যাপক জাকি

পাঁচবছর পর্যন্ত শিশুদের ফ্রি খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করবো: কাজী দ্বীন মোহাম্মদ

কুমিল্লা–৬ (আদর্শ সদর, কুমিল্লা মহানগরী, সদর দক্ষিণ ও সেনানিবাস এলাকা) আসনে এগারো দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মহানগরীর শুভপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভায় পাঁচ বছর পর্যন্ত শিশুদের বিনামূল্যে খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই জনসভা অনুষ্ঠিত হয়।

শুভপুর বাইতুল মামুর জামে মসজিদের সভাপতি মতিউর রহমান মোহনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় সামাজিক সংগঠন, পেশাজীবী এবং দলীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন মহানগরীর সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, এবিপার্টির কুমিল্লা জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ মোশাররফ হোসাইন, ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি মো. মুজিবুর রহমান এবং গলিয়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম।

এছাড়াও ছাত্রশিবির মহানগরীর সভাপতি হাসান আহমেদ, সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক মজিবুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ওয়ার্ড সেক্রেটারি এস এম কাদির হোসাইন সানির সঞ্চালনায় বক্তব্য দেন ওয়ার্ড আমির মো. মোজাম্মেল ইসলাম, ৫ নং ওয়ার্ড আমির আবুল কালাম আজাদ, কুমিল্লা পরিবহন ফেডারেশনের সভাপতি মানবিক ড্রাইভার মো. মহিউদ্দিন রিপন, শ্রমিক নেতা মো. কলিমুল্লাহ, মো. রাসেল, মো. হাফিজুর রহমান হৃদয়, ওলামা শাখার সভাপতি মাওলানা কামরুজ্জামান গাফফারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এবিপার্টির জেলা আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌফিক বলেন, "এগারো দলীয় জোটের লক্ষ্য দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। যারা কেন্দ্র দখলের চিন্তা করেন তারা বোকার স্বর্গে বাস করেন। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে পরিবর্তন আসবেই।"

সাবেক ভিপি মো. মুজিবুর রহমান বলেন, "সমাজে অশান্তি বিরাজ করছে। মাদকের করাল গ্রাসে সমাজ বিনষ্ট হচ্ছে। যারা মাদককে আশ্রয়–প্রশ্রয় দিচ্ছে তাদের সামাজিকভাবে বর্জন করতে হবে।" সাবেক কাউন্সিলর মোশাররফ হোসাইন বলেন, "স্থানীয় সমস্যায় কাজী দ্বীন মোহাম্মদ অতীতেও সহযোগিতা করেছেন। নির্বাচিত হলে তিনি আরও কার্যকর ভূমিকা রাখবেন।"

প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, "ওসমান হাদি গণতন্ত্রের নক্ষত্র ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের বিচার করতে হবে।"

তিনি আরও জানান, নির্বাচিত হলে পুরাতন গোমতী নদীকে আধুনিকায়ন ও নান্দনিক করে পর্যটন এলাকা গড়ে তোলা হবে। পাশাপাশি নদীর দুই পাড় উঁচু করে শহরকে নিরাপদ করার উদ্যোগ নেওয়া হবে। তিনি কুমিল্লাবাসীর সার্বিক কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিও দেন।

তিনি আরও বলেন, ষাটোর্ধ্ব এবং পাঁচ বছরের নিচের শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা, গর্ভবতী নারীদের কর্মঘণ্টা সহজীকরণসহ পাঁচ বছর পর্যন্ত শিশুদের বিনামূল্যে খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow