পাংশা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়
রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রিফাতুল হক। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পাংশা প্রেসক্লাবের অন্তর্ভুক্ত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।মত বিনিময়কালে ইউএনও মোঃ রিফাতুল হক বলেন, পাংশা উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেন।এ সময় পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ জিন্নাহ, যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, সদস্য সচিব জাকির হোসেনসহ পাংশা প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
রাজবাড়ীর পাংশা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রিফাতুল হক।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পাংশা প্রেসক্লাবের অন্তর্ভুক্ত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মত বিনিময়কালে ইউএনও মোঃ রিফাতুল হক বলেন, পাংশা উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। এ সময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেন।
এ সময় পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম এ জিন্নাহ, যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, সদস্য সচিব জাকির হোসেনসহ পাংশা প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।
What's Your Reaction?