পাংশায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের হেনা মোড় নামক স্থানে ট্রাকের ধাক্কায় বৃটিশ টোবাকোতে চাকুরী করা মেহেদী হাসান নামের একজন নিহত হয়েছে একই ঘটনায় রাজ্জাক নামের একজন গুরুতর আহত হয়ে পাংশা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। নিহত মেহদী হাসান বাবুপাড়া গ্রামেট মিরাজ হোসেনের ছেলে। আহত আব্দুর রাজ্জাক চরঝিকড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে তিনিও বৃটিশ টোবাকোতে কর্মরত। স্থানীয়রা বলেন, একটি কুষ্টিয়াগামী দ্রুতগামী ট্রাক সিগারেট বহন কারী অটো ভ্যানের পিছন থেকে সজোরে ধাক্কা দিলে ২ জন গুরুতর আহত হয়। আহতদের দ্রুত পাংশা সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানসু সোমা একজনকে মৃত ঘোষণা করেন। ডা. তানসু সুমা বলেন হাসপাতালে আনার আগেই মেহেদী হাসানের মৃত্যু হয়। আহত রাজ্জাক আশংকা মুক্ত। পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম বলেন, ঘটনা হাইওয়ে থানা পুলিশ দেখছে।
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের হেনা মোড় নামক স্থানে ট্রাকের ধাক্কায় বৃটিশ টোবাকোতে চাকুরী করা মেহেদী হাসান নামের একজন নিহত হয়েছে একই ঘটনায় রাজ্জাক নামের একজন গুরুতর আহত হয়ে পাংশা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত মেহদী হাসান বাবুপাড়া গ্রামেট মিরাজ হোসেনের ছেলে। আহত আব্দুর রাজ্জাক চরঝিকড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে তিনিও বৃটিশ টোবাকোতে কর্মরত।
স্থানীয়রা বলেন, একটি কুষ্টিয়াগামী দ্রুতগামী ট্রাক সিগারেট বহন কারী অটো ভ্যানের পিছন থেকে সজোরে ধাক্কা দিলে ২ জন গুরুতর আহত হয়।
আহতদের দ্রুত পাংশা সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানসু সোমা একজনকে মৃত ঘোষণা করেন।
ডা. তানসু সুমা বলেন হাসপাতালে আনার আগেই মেহেদী হাসানের মৃত্যু হয়। আহত রাজ্জাক আশংকা মুক্ত।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম বলেন, ঘটনা হাইওয়ে থানা পুলিশ দেখছে।
What's Your Reaction?