পাইক্রফটের ক্ষমা চাওয়ার ভিডিও প্রকাশ করল পিসিবি

6 hours ago 5

এশিয়া কাপ ২০২৫–এ ভারত–পাকিস্তান ম্যাচের পর হ্যান্ডশেক বিতর্ক ঘিরে চলা উত্তাপের মাঝেই নতুন দৃশ্যপট। বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ক্ষমা প্রার্থনার ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ভিডিওতে দেখা যায়, পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা, দলের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন ও ম্যানেজার নবীদ আকরাম চীমার সঙ্গে আলোচনায় বসেছেন পাইক্রফট। সেখানে উপস্থিত ছিলেন আইসিসির জেনারেল ম্যানেজার অব ক্রিকেট ও সাবেক পিসিবি সিইও ওয়াসিম খানও।

পিসিবির ভাষ্যমতে, ১৪ সেপ্টেম্বর ভারত–পাকিস্তান ম্যাচে করমর্দন বাতিলের ঘটনাকে পাইক্রফট “ভুল বোঝাবুঝির ফল” হিসেবে ব্যাখ্যা করেছেন এবং পাকিস্তান দলের কাছে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে আইসিসি এ বিষয়ে তদন্তে আগ্রহ দেখিয়েছে।

এই ঘটনাকে ঘিরে পিসিবি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পাইক্রফটের অপসারণ দাবি করেছিল। তবে আইসিসি তাকে দায়ী না করে বরং দায়িত্বে বহাল রাখে।

এরই মধ্যে আজ রাত ৯টা ৩০ মিনিটে  শুরু হয়েছে পাকিস্তান–ইউএই ম্যাচ। টসে জিতে বোলিং বেছে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সুপার ফোরে টিকে থাকার জন্য দু’দলের জন্যই ম্যাচটি বাঁচা–মরার লড়াই। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Geo Super (@geo_super)

Read Entire Article