পাওনা টাকা চাইতে গিয়ে মাংস ব্যবসায়ী নিহত
খুলনায় পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়ে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রূপসা উপজেলার সেনের বাজার এলাকায় হামলার ঘটনা ঘটে।
নিহত ওই মাংস ব্যবসায়ীর নাম আরিফ (২৬)। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শাহীনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনের নাম পাওয়া যায়নি।
জানা গেছে, সন্ধ্যার পরে আহতাবস্থায় আরিফকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত পৌনে ১০টার দিকে আরিফকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ঘটনা সম্পর্কে খুলনার গল্লামারী এলাকার মাংস ব্যবসায়ী মামুন জানান, গল্লামারীর মাংস ব্যবসায়ী আরিফ রূপসার সেনের বাজার এলাকার অপর এক ব্যবসায়ীর কাছে পাওনা টাকা আনতে শুক্রবার বিকেলে সেখানে যান। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন ব্যবসায়ী ছিলেন। সেখানে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পাওনাদারদের ওপর হামলা চালানো হয়।
তিনি বলেন, হামলায় আরিফসহ তিনজন আহত হলে তাদেরকে প্রথমে খুলনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হলেও বাকি দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুমেক হাসপাতালে রেফার করা হয়। কিন্তু পথিমধ্যে আরিফের অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়লাপোতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। পরে আরিফের লাশ খুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে রূপসা থানার ডিউটি অফিসার এসআই গৌতম বলেন, এই ঘটনা শুনেছি। বিস্তারিত কিছু জানা যায়নি। তবে জানা গেছে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারি হয়েছে।