পাওনা টাকা নিয়ে ঝগড়া, ভাতিজাকে খুন করে গ্রেপ্তার চাচা

3 hours ago 6

ভাতিজাকে খুন করে শহরে আত্মগোপনে থাকা চাচা জালাল উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিটের একটি টিম।

শুক্রবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরের চান্দগাঁও থানার খাজা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গত ১৬ নভেম্বর রাতে চাচার সঙ্গে পাওনা টাকা নিয়ে তর্কাতর্কির জেরে খুন হন রাশেদ (২৩)। তিনি পটিয়া থানার পূর্ব হাইদগাঁও গ্রামের বাসিন্দা। এ ঘটনা নিহত রাশেদের স্ত্রী পটিয়া থানায় একটি হত্যা মামলা করলে ছায়াতদন্তে নামে সিআইডি।

গ্রেপ্তার জালাল উদ্দিন একই থানার হাইদগাঁও গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের হাজীপাড়ার রাজা মিয়ার ছেলে।

সিআইডি সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর রাতে পাওনা টাকা না দেওয়ায় ভাতিজা রাশেদের সঙ্গে কথা-কাটাকাটি হয় চাচা জালালের। একপর্যায়ে জালাল হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রাশেদের গলার দুই পাশে পোঁচ দেন। এতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন রাশেদ। ঘটনার পর পালিয়ে যান জালাল। পরে রাশেদকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাশেদের স্ত্রী তাসনিম আক্তার পটিয়া থানায় জালাল উদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

সিআইডি চট্টগ্রাম জেলা ও মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ জানান, ঘটনার পর থেকে সিআইডি বিষয়টি নিয়ে ছায়াতদন্ত শুরু করে। একপর্যায়ে জানা যায় অভিযুক্ত জালাল উদ্দিন নগরের চান্দগাঁও থানার খাজা রোড এলাকার একটি হোটেলে কাজ করছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Read Entire Article