পাওনা টাকা নিয়ে বিরোধ, অস্ত্র-গুলিসহ আটক ৪

3 hours ago 6

কুষ্টিয়ার ভেড়ামারায় পাওনা টাকা নিয়ে বাড়িতে হামলার অভিযোগে ৪ যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি অস্ত্র ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- সবুজ আলী (২৫), মো. আপন (১৮), সাকিবুল হাসান শোভন (১৮) ও মো. নুরুন্নবী প্রামাণিক (৩২)। তারা সবাই ভেরামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়নের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মোকাররমপুর ইউনিয়নের নওদাখেমিরদিয়ার এলাকার বাসিন্দা মো. বকুলের ছেলে সাখাওয়াত হোসেন বিজয়ের ওপর সবুজ আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার বাড়িতে হামলা করে। সে একই ইউনিয়নের গোপীনাথপুরের বাসিন্দা সোনা আলীর ছেলে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসীরা তাদের ঘিরে ফেলে। তারা সবুজের হাতে থাকা বিদেশি অস্ত্রটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে অস্ত্রসহ চারজনকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। 

ভুক্তভোগী বিজয়ের বাবা মো. বকুল বলেন, সবুজের নেতৃত্বে ৩-৪টি মোটরসাইকেলযোগে ১০ জন সন্ত্রাসী তার ছেলেকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে হামলা করে। তিনি দাবি করেন, পুলিশ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করলেও বাকি ২টি পিস্তল সন্ত্রাসীরা পাশে থাকা পুকুরে ফেলে দেয়।

এদিকে আটক সবুজ, সাখাওয়াত হোসেন বিজয়ের বিরুদ্ধে তার স্ত্রীর গায়ে হাত তোলার অভিযোগ তুলে বলেন, ‘গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) সবুজ তার স্ত্রীর গায়ে হাত তুলেছিল।’ 

ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনা জানার পর পুলিশ ১টি বিদেশি অস্ত্র ও এক রাউন্ড গুলিসহ ৪ জনকে আটক করে। বাকি ২টি অস্ত্র পুকুরে ফেলার বিষয়ে যে অভিযোগ আছে, সেটা আমরা খতিয়ে দেখছি। মামলার প্রস্তুতি চলছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read Entire Article