পাওনা টাকার জেরে ভ্যানচালককে হত্যা

3 months ago 38

কুমিল্লার দেবিদ্বারে পাওনা টাকার জেরে মো. শফিউল্লাহ নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা করেছে রাসেল নামে এক অটোগ্যারেজ মালিক। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় উপজেলার ভানী ইউনিয়নের ত্রিবিদ্যা গ্রামের একটি অটোরিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে। 

নিহত মো. শফিউল্লাহ ভানী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দীনের ছেলে। ঘাতক রাসেল ভানী ইউনিয়নের আন্দিরপার গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ত্রিবিদ্যা চৌরাস্তায় একটি গ্যারেজের মালিক রাসেলের সঙ্গে পাওনা টাকার জেরে ধরে হাতাহাতির একপর্যায়ে লোহা দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান শফিউল্লাহ। পরে তার একটি চোখ তুলে নেওয়া হয়। ঘাতক রাসেল হত্যার পর পালিয়ে যান।

নিহত ছফিউল্লার স্ত্রী তাসলিমা বেগম বলেন, আমার স্বামীকে কেন মারল, আমার ছেলেমেয়েগুলোরে কেন এভাবে এতিম করল? এ ছোটখাটো ঝগড়ায় একটা মানুষরে এমনে মারতে পারে না।

দেবিদ্বার থানার ওসি শামশুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, খবর পেয়ে আমি পুলিশ নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ভানী ইউনিয়নের ত্রিবিদ্যা গ্রামের একটি অটোগ্যারেজ থেকে ছফিউল্লাহ নামে একজনের মরদেহ উদ্ধার করি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, পাওনা টাকার জেরে গ্যারেজের মালিক রাসেলই ভ্যানচালক ছফিউল্লাকে মেরেছে তার প্রমাণ আমাদের কাছে আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘাতক রাসেলকে গ্রেপ্তার অভিযান চলছে।

Read Entire Article