পাওনাদারের অপমান সহ্য করতে না পেরে চা-দোকানির গলায় ফাঁস

13 hours ago 7

রাজধানীর যাত্রাবাড়ীতে পাওনাদারের অপমান সহ্য করতে না পেরে এক চা-দোকানি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ধনিয়া সরাই মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মনির (৫০)। তার গ্রামের বাড়ি ভোলা সদরের পূর্ব চরকালি এলাকায়। তিনি পরিবার নিয়ে ধনিয়ায় থাকতেন। আজ দুপুর ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মনিরের ছেলে মিরাজ বলেন, ‘আমার বাবা একজন চায়ের দোকানদার। তিনি বেলা ১১টার দিকে নিজের দোকানে ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরে খবর পেয়ে বাবাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

মিরাজের অভিযোগ, তার বাবা এলাকার এক লোকের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। ওই লোক সকালে এসে তার বাবাকে বকাঝকা করলে এই অপমান তিনি সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/একিউএফ/এমএস

Read Entire Article