পাকিস্তান ‘এ’ দলকে হারাতে বাংলাদেশের চাই আর ৬ উইকেট

1 month ago 17

অস্ট্রেলিয়ার ডারউইনে পাকিস্তান শাহিন্স নামধারি পাকিস্তান ‘এ’ দলের সাথে ২ ম্যাচের সিরিজ ড্র করতে পারবে বাংলাদেশ ‘এ’ দল? শেষদিন আর ১৫৯ রানের মধ্যে পাকিস্তানিদের অবশিষ্ট ৬ উইকেটের পতন ঘটাতে পারবেন রেজাউর রহমান রাজা, রিপন মণ্ডল, মারুফ মৃধা, হাসান মুরাদরা?

যদি পারেন, তাহলে প্রথম চারদিনের ম্যাচে ১৪৮ রানে পরাজয়ের প্রতিশোধ নেওয়া সম্ভব হবে। ২ ম্যাচের সিরিজে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ ১-১’এ ড্র করে দেশে ফিরতে পারবে বাংলাদেশ ‘এ’ দল।

আজ তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ এগিয়ে ১৬০ রানে। আগের দিন মানে দ্বিতীয় দিন শেষে ১৬৩ রানে এগিয়ে থাকা মাহমুদুল হাসান জয়ের দল শেষ পর্যন্ত ২৯৫ রানের বড় লিড পায়।

জয়ের জন্য ২৯৬ রানের লক্ষ্যে আজ রোববার দিন শেষে ৪ উইকেটে ১৩৬ রান তুলেছে পাকিস্তানিরা। কাল সোমবার চতুর্থ ও শেষ দিন তাদের জিততে আরও দরকার ১৬০ রান। তাদের হাতে আছে আর ৬ উইকেট। ওই ৬ উইকেটের পতন ঘটাতে পারলে ম্যাচ জিতবে মাহমুদুল হাসান জয়ের দল।

এর আগে দ্বিতীয় দিনের ৩ উইকেটে তোলা ৮৪ রান নিয়ে আজ তৃতীয় দিন খেলতে নেমে ২১৬ রানে দ্বিতীয় ইনিংস শেষ করে বাংলাদেশ ‘এ’ দল।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মাহমুদুল হাসান জয় আর আইচ মোল্লাই রান করেছেন। ৩৯ রানে অপরাজিত অধিনায়ক মাহমুদুল হাসান জয় করেন সর্বাধিক ৬৫। আর ৯ রানে অপরাজিত থাকা আইচ মোল্লা শেষ পর্যন্ত আউট হননি। নটআউট থাকেন ৫৮ রানে।

এছাড়া শাহাদাত হোসেন দিপুর ব্যাট থেকে আসে ৩৩। পাকিস্তানের বোলার মোহাম্মদ আলি ৬৬ রানে একাই ৬ উইকেটের পতন ঘটালে আজ রোববার ১৩২ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ ‘এ’ দল।

২৯৬ রানের বড় টার্গেট সামনে রেখে দ্বিতীয় ইনিংস শুরু করে দুই ওপেনার সাহেবজাদা ফারহান আর হাসিবউল্লাহ পাকিস্তান ‘এ’ দলকে শক্ত ভিত গড়ে বাংলাদেশকে চাপে ফেলে দেন। তারা প্রথম উইকেটে তুলে দেন ৯৬ রান।

দুজন দুই স্টাইলে খেলেন। সাহেবজাদা ফারহান ওয়ানডে মেজাজে হাত খুলে আর হাসিবউল্লাহ অন্যপ্রান্ত আগলে রাখায় মনোযোগী ছিলেন। ওই জুটি ভাঙতে অনিয়মিত বোলার অধিনায়ক জয় নিজে বল হাতে তুলে নেন। সাহেবজাদা ফারহানের ৭০ বলে ১০ বাউন্ডারি ও এক ছক্কায় সাজানো ৬৮ রানের ইনিংসটি থামিয়ে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রুও উপহার দেন তিনি।

তারপর পেসার রেজাউর রহমান রাজা আঘাত হানেন খুব দ্রুত। কামরান গুলাম ও উমর আমিনকে পর পর ০ রানে ফিরিয়ে দেন সিলেটের দ্রুতগতির এই বোলার। বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ফিরিয়ে দেন অপর ব্যাটার মোহাম্মদ ইরফান খানকে (১৫)।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ‘এ’ প্রথম ইনিংস: ৬৭.৩ ওভারে ২৫৮/১০ এবং দ্বিতীয় ইনিংস: ৭০.১ ওভারে ২১৬/১০ (পারভেজ ইমন ৭, মাহমুদুল হাসান জয় ৬৫, অমিত হাসান ২৫, হাসান মুরাদ ০, আইচ মোল্লা ৫৮*, সাদমান ইসলাম ০, শাহাদাত হোসেন দিপু ৩৩, মাহিদুল অংকন ১৩, রেজাউর রহমান রাজা ৪, রিপন মন্ডল ২, মারুফ মৃধা ৩; কামরান শাহজাদ ৩/৬৭, মোহাম্মদ আলি ৬/৬৬, ফয়সাল আকরাম ১/৫১)।

পাকিস্তান শাহীন (পাকিস্তান ‘এ’) প্রথম ইনিংস: ৬২.২ ওভারে ১৭৯/১০ এবং দ্বিতীয় ইনিংস: ৩৭ ওভারে ১৩৬/৪ (হাসিবউল্লাহ ৪৪*, সাহিবজাদা ফারহান ৬৮, কামরান গুলাম ০, উমর আমিন ১০, মোহাম্মদ ইরফান খান ১৫, তায়েব তাহির ৪*; রেজাউর রহমান রাজা ২/৪৭, হাসান মুরাদ ১/২৫, মাহমুদুল হাসান জয় ১/৪)।

এআরবি/এমএমআর/এএসএম

Read Entire Article