পাকিস্তান থেকে এলো ৫ হাজার টন চিটাগুড়

2 hours ago 5

ভারত ৫০ শতাংশ রপ্তানি শুল্ক বৃদ্ধি করায় বিকল্প ও সহজলভ্য হিসেবে এবার পাকিস্তান থেকে চিটাগুড় আমদানি করেছে বাংলাদেশ। যার প্রথম চালান বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মোংলা বন্দরে এসে পৌঁছায়।

চিটাগুড় নিয়ে ৮ নম্বর জেটিতে ভিড়ে পানামার পতাকাবাহী জাহাজ এমটি ডলফিন-১৯। জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে পাঁচ হাজার ৫৫০ টন চিটাগুড় নিয়ে বাংলাদেশে আসে।

দুপুরে জাহাজ থেকে খালাস শুরু হয় গুড়। খালাস হওয়া এ গুড় মোংলা থেকে রেলে করে নেওয়া হবে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে। সেখান থেকে তা দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে।

এদিকে পাকিস্তান থেকে প্রথমবারের মতো চিটাগুড় আমদানি হওয়ায় জাহাজের ক্যাপ্টেন, নাবিক, আমদানিকারক ও শিপিং এজেন্ট প্রতিনিধিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় মোংলা বন্দর কর্তৃপক্ষ।

এসময় বন্দর জেটিতে উপস্থিত ছিলেন বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর শফিকুল ইসলাম সরকারসহ অন্যান্যরা।

আবু হোসাইন সুমন/জেডএইচ/জিকেএস

Read Entire Article