পাকিস্তান সিরিজেই ‘অলরাউন্ডার’ হয়ে স্টোকসের ফেরার আশা

1 month ago 24

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ফেরার পথে আছেন বেন স্টোকসে। এর আগে চোটের কারণে অনেক সিরিজে শুধু বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেললেও পাকিস্তান সিরিজে অলরাউন্ডার স্টোকসকে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ আছে ইংল্যান্ডের। ২ অক্টোবর পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে ইংলিশদের। এর পাঁচদিন পর মুলতানে শুরু হবে প্রথম টেস্ট।

সবশেষ ২০২২ সালে পাকিস্তান সফরে গিয়ে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। সে সিরিজে হাঁটুর চোটের কারণে সবমিলিয়ে মাত্র ৩৫ ওভার বল করতে পেরেছিলেন স্টোকস।

তবে এবার পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে ফেরার আশায় আছেন স্টোকস। মঙ্গলবার ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আমার সবকিছু ভালোর দিকে, ধীরে ধীরে উন্নতি হচ্ছে।’

ইংল্যান্ড দলের সহঅধিনায়ক ওলি পোপ বলেন, তারা আশা করছেন স্টোকস পাকিস্তান এবং নিউজিল্যান্ড সফরের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

এমএমআর/জিকেএস

Read Entire Article