টাইগার সমর্থকদের এখন একটাই আশা, শেষ ম্যাচে পাকিস্তানকে হারানো। অনেকের মত, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যে গ্রুপে, সেখান থেকে আসলে সেমিতে খেলা বেশ কঠিন ছিল। পাকিস্তানকে হারিয়ে দেশে ফিরে আসতে পারলে তবু মুখ রক্ষা হবে।
এখন প্রশ্ন হলো নাজমুল হোসেন শান্তর দল কি তা পারবে? কয়েক মাস আগে যে শহরের যে মাঠে পাকিস্তানীদের টেস্টে তুলোধুনো করেছিল টাইগাররা, রাওয়ালপিন্ডির সে স্টেডিয়ামে আগামীকাল বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচে আবার পাকিস্তানকে হারাতে পারবে বাংলাদেশ?
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও এই দুই মাস আগে বিসিবি থেকে পদত্যাগ করা পরিচালক খালেদ মাহমুদ সুজনের ধারনা কালকের ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের জয়ের সম্ভাবনা সমান। আসলে পাকিস্তানের সাথে ম্যাচে বাংলাদেশের সম্ভাবনা কতটা?
জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশার সুমন মনে করেন, কাজটা সহজ হবে না। তবে দুই সাবেক নির্বাচকের ধারনা, পাকিস্তান বধের সম্ভাবনা আছে বাংলাদেশের। সেটা কাজে লাগাতে হবে।
এমন কোন ক্ষেত্র আছে, কিংবা এমন কোন অস্ত্র আছে যার সঠিক প্রয়োগে পাকিস্তানকে হারানো সম্ভব? এমন প্রশ্নের জবাবে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ভাল ক্রিকেট খেলার ওপর জোর দেন। এ অভিজ্ঞ ক্রিকেট যোদ্ধার মত, ‘পাকিস্তানকে হারিয়ে দেশে ফিরতে পারলে সব না পাওয়ার অবসান ঘটবে। আমাদের লক্ষ্য পূরণ হয়ে যাবে, এমন চিন্তা না করে লক্ষ্য হওয়া উচিৎ ভাল খেলার। ব্যাটিং , বোলিং ও ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই নিজেদের সেরাটা উপহার দিতে হবে। ব্যাটিং ও বোলিংটা আগের দুই ম্যাচের চেয়ে ভাল হলে অবশ্যই পাকিস্তানীদের চাপে ফেলা সম্ভব।’
অন্যদিকে হাবিবুল বাশার সুমনের মূল কথা হলো আবেগতাড়িত হয়ে অলআউটে না গিয়ে হিসেবি ক্রিকেট খেলতে হবে। সুমন বলেন, ‘প্রথমত, আমাদের ফিয়ারলেস ক্রিকেট খেলতে হবে। সাথে ক্যালকুলেটিভও থাকতে হবে। তবেই সাফল্যের দেখা মিলতে পারে।’
হাবিবুল বাশার আরও বলেন, ‘পাকিস্তান অবশ্যই চাইবে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির মত বিশ্ব আসরে জয় দিয়ে শেষ করতে। আর একটা ব্যাপার হলো পাকিস্তান কিন্তু ৩০০’র বেশি চেজ করে জিতেছে। তার মানে পাকিস্তানীরা জানে, কি করে চ্যাম্পিয়ন্স ট্রফির মত আসরে সাড়ে ৩০০ রান করতে হয়। ৩৫২ রান তাড়া করে কিভাবে জেতা যায়, সেটাও তাদের জানা। আমরা কিন্তু এই লেভেলে আগে কখনই অত রান করিনি। তাড়া করে জেতার প্রশ্নই আসে না। তাই আমাদের জন্য বৃহস্পতিবার পাকিস্তানকে হারানো খুব সহজ হবে না।’
তবে তারপরও বাশার মনে করেন, পাকিস্তান বধের একটা অস্ত্র আছে। সেটা কাজে লাগাতে পারলে জয়ের দেখা মিলতেও পারে। কি সেটা?
বাশারের ব্যাখ্যা, ‘আমাদের জন্য একটাই সুযোগ আছে, তাহলো এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান টিম ঠিক ছন্দে নেই। ততটা সাজানো গোছানে নেই এখন। একটু এলোমেলো অবস্থায় আছে রেজওয়ানের দল। সেটাই আমাদের কাজে লাগাতে হবে। সে সুযোগ কাজে লাগাতে হবে।’
মিনহাজুল আবেদিন নান্নু মনে করেন, ‘আমরা টেস্ট সিরিজে ওদের হোয়াইটওয়াশ করেছি। সেই মাঠে খেলা। এখানেও জিতবো, এমন হিসেব কষলে ভুল করা হবে। আমরা পাকিস্তানীদের চেয়ে বেটার টিম এভাবে ভাবলে চলবে না। মাঠের বাইরে হারিয়ে দেব, এভাবে ভেবে মাঠে নামলে হবে না।’
প্রথম ও শেষ কথা হলো ভাল ক্রিকেট খেলতে হবে। আমাদের উচিৎ হবে ভাল ক্রিকেট খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামা। সব বিভাগে ভাল খেলতে পারলে পাকিস্তানীদের একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া সম্ভব হতে পারে।
এআরবি/আইএইচএস