পাকিস্তানে তেল-গ্যাসের নতুন খনি আবিষ্কার

1 month ago 15

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় তেল-গ্যাসের নতুন মজুত আবিষ্কার করেছে দেশটির তেল ও গ্যাস উন্নয়ন সংস্থা লিমিটেড (ওজিডিসিএল)। সম্প্রতি লাক্কি মারওয়াত জেলার বেটানি-২ কূপে এই তেল-গ্যাসের মজুত পাওয়া গেছে বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

ওজিডিসিএল জানিয়েছে, এই নতুন কূপ থেকে দৈনিক ২ দশমিক ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং ৭৪ ব্যারেল কনডেনসেট উত্তোলন করা সম্ভব হবে। এই আবিষ্কার পাকিস্তানের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

সংস্থাটি জানিয়েছে, এই এলাকায় আরও অনুসন্ধানমূলক খনন কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে তাদের।

আরও পড়ুন>>

বেটানি-২ কূপের শতভাগ শেয়ারের মালিক ওজিডিসিএল। এই আবিষ্কার পাকিস্তানের গ্যাস ও তেলের মজুত বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংস্থাটি।

এর আগে, চলতি বছরের জুলাই মাসে সিন্ধুতে পাঁচটি কূপ থেকে নতুন গ্যাস মজুত আবিষ্কার করে মারি পেট্রোলিয়াম কোম্পানি। ঘাজিজ গ্যাসক্ষেত্র থেকে উত্তোলিত ওই গ্যাস বর্তমানে সুই নর্দান গ্যাস পাইপলাইনস লিমিটেডে (এসএনজিপিএল) সরবরাহ করা হচ্ছে।

এই আবিষ্কারগুলো পাকিস্তানের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে অনুসন্ধান কার্যক্রমে বিনিয়োগ বৃদ্ধিতে উৎসাহিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: এআরওয়াই নিউজ
কেএএ/

Read Entire Article