পাকিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালুর অনুরোধ

1 month ago 12

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তান সরকারকে স্কলারশিপ চালুর অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ সাক্ষাতে এলে এ অনুরোধ জানান ধর্ম উপদেষ্টা। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চ শিক্ষা লাভের সুযোগ রয়েছে। বিশেষ করে পাকিস্তানের করাচি, লাহোর, মুলতান, পেশোয়ারসহ সেদেশের অন্যান্য খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও বড় বড় মাদরাসাগুলোতে বৃত্তি দেওয়ার ব্যবস্থা করলে বাংলাদেশি শিক্ষার্থীরা উচ্চশিক্ষা লাভের সুযোগ পাবে। এতে দুদেশের পারস্পরিক সম্পর্ক সংহত ও জোরদার হবে। এ বিষয়ে উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন পাকিস্তানের হাইকমিশনার।

অন্যদিকে, পাকিস্তানের হাইকমিশনার ঢাকা থেকে করাচি বা লাহোরে সরাসরি বিমানের ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এরূপ ফ্লাইট চালু করা সম্ভব হলে দু-দেশের যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্য সহজতর হবে।

এ সময় ধর্মসচিব মু আ হামিদ জমাদ্দার, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. নায়েব আলী মন্ডল উপস্থিত ছিলেন।

আরএমএম/এমএএইচ/এএসএম

Read Entire Article