পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ৭

5 days ago 8
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীরা একটি আধাসামরিক সীমান্ত চৌকিতে হামলা চালিয়ে সাতজন সেনাকে হত্যা করেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার (১৬ নভেম্বর) ভোরে বেলুচিস্তান প্রদেশের কালাত জেলায় এই হামলা হয়। প্রায় কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে বাহিনীর আরও ১৮ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার নিন্দা জানিয়েছেন। হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)।
Read Entire Article